Saturday, October 22, 2016

Google AdSense পেতে যত প্রশ্ন

প্রশ্নঃ ১Google AdsenseNon Hosted Account Approve পাওয়ার জন্য নিম্নে আমার কয়েকটি প্রশ্ন ?

১। Application করার পূর্বে নুন্যতম কতগুলো আর্টিকেল থাকতে হয়???
২। About Us, Contact, Privacy & Policy বাদে আরো কি কি অ্যাড করতে হয়??? বা থাকলে ভালো হয়??
৩। Google Adwords দিয়ে Google এ ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে কি Google Non Hosted Account এর সুবিধা নেওয়া যেতে পারে কিনা??? অথবা Adsense Approve নেওয়ার জন্য কেমন priority থাকতে পারে?
৪। Content Image যদি Google Search এর মাধ্যেমে নিয়ে ব্যবহার করা হয় তাহকে কি Approve পাওয়া সম্ভব? নাকি একদম Unique Image and Unique Article Publish করতে হবে?
৫। কত Word এর আর্টিকেল থাকলে ভালো হবে?
৬। Google Adsense এ Apply করার আগে কি কি Check List তৈরি করা দরকার বলে আপনি মনে করেন???

উত্তর -
উত্তর ১. ৩০-৪০-৫০ টা হলে ভালো হয়। বেশি হলে আরও ভালো
উত্তর২. About Us, Contact, Privacy & Policy &DMCAতো থাকবেই। পাশাপাশি খেয়াল রাখবেন কোন ক্যাটাগরি যেন ফাকা না থাকে। প্রতিটা ক্যাটাগরি তে মিনিমাম ৫-৭ টা কনটেন্ট রাখবেন। তাহলে বেশি ভালো হয়।
উত্তর৩. Google Adwords দিয়ে যেকোনো বিজ্ঞাপন দিলেও অ্যাডসেন্স এপ্রুভাল এর জন্য কোন এক্সট্রা সুবিধা নাই। গুগলের এমন কোন নীতিমালা নেই।
উত্তর ৪. Unique Image হলে সবচেয়ে ব্যাটার। তবে গুগল থেকে কখনোই কপিরাইট ইমেজ নিবেন না, কোন ইমেজ নিলেও টাইটেল এবং সাইজ পরিবর্তন করে দিবেন। কোন সমস্যা হবে না।
উত্তর ৫. প্রতিটা আর্টিকেল ৪০০-৫০০ ওয়ার্ড হলে ভালো হয়। বেশি হলে তো আরও ভালো।
উত্তর ৬. Google Adsense এ Apply করার আগে অবশ্যই কিছু Check List তৈরি করা দরকার।
যেমন…
১ সাইটের সকল টিউন ৮০-৯০ % % ইউনিক কিনা এবং গুগল পলিসির ভিতরে আছে কিনা চেক করে নিতে হবে।

২ সাইটের সকল গুরুত্বপূর্ণ পেজ ঠিক আছে কিনা চেক করতে হবে।
৩ সাইটের টিউন ৪০-৫০ টা ঠিকমতো ইনডেক্স হচ্ছে কিনা, ওয়েবমাস্টার টুলস এ দেখতে হবে
৪ সাইটের ডিজাইন ইউজার এবং এসইও ফ্রেন্ডলি কিনা সেটা চেক করতে হবে।
৫ সাদা সিদে ন্যাভিগেশন এবং লেয়াউট এ সব দরকারি জিনিস রাখতে হবে।

৬ সার্চ ইঞ্জিনে কিছু Organic Keywords এ টপে Rank করালে এক্সট্রা পাইরটি পাওয়া যাবে। (যদিও Content is BIG King)
এইসব কিছু ঠিকমতো চেক করে ৫০-৬০ দিন বসয়ের একটা সাইট দিয়ে এপ্লাই করলে ১০০ % শিওর প্রথম চান্সেই এপ্রুভ পাওয়া সম্ভব। ধন্যবাদ
———————

প্রশ্নঃ২ Non Hosted Adsense এর জন্য Alexa rank কোন প্রভাব বিস্তার করে ?
উত্তরঃ না।

প্রশ্নঃ৩ ভাই আর্টিকেল গুলো যদি স্পিন করা হয় এবং গুগলের কপি স্কেপ প্রিমিয়াম পাশ হয় তাহলে কি এডসেন্স দিবে ?
উত্তরঃ এইভাবে অনেকেই চেষ্টা করেছে, কেউ পায় নাই। ইউনিক আর্টিকেল হলেই সহজে পাওয়া যায়। আর্টিকেল স্পিন করার চিন্তা থাকলে তো হবে না ভাই।
প্রশ্নঃ৪
১.ডোমেইন নেম ৬ শব্দের হলে সমস্যা হবে কিনা?
২. unique article এর সাথে ইমেজ গুগল থেকে নিয়ে পাব লিশ করলে কোন সমস্যা হবে কিনা?

উত্তরঃ
১. কোন সমস্যা হবে না। তবে, আমি সাজেস্ট করবো Keywords Target করে ডোমেইন নাম পছন্দ করুন। সেটাই বেশি ভালো হবে।
২.গুগল থেকে কারো কপিরাইট সিল দেওয়া / প্রোটেকশন করা ইমেজ নিবেন না। আর গুগলের ইমেজ নিলেও ইমেজের টাইটেল এবং সাইজ পরিবর্তন করে দিবেন। আশা করি কোন সমস্যা হবে না।

প্রশ্নঃ৫ সাইটে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল আছে কিন্তু ভিজিটর খুবই কম এমন সাইট দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?

উত্তরঃ গুগল চায় ভালো মানের কনটেন্ট। ভিজিটর কোন ফ্যাক্ট না Top Level Domain, About, Contact, Privacy & DMCA পেজ ঠিক থাকলে approval পেয়ে যাবেন।

প্রশ্নঃ৬ Bangladesh থেকে non hosted এর জন্য কোন niche approve হয় বেশি ? Any Suggestion to start a new blog for quick approval. I mean which niche get approval easily?

উত্তরঃ ভালো প্রশ্ন।। আমি বেশিরভাগ সময়ে Smartphone review, Education Result & Technology সাইট দিয়ে বেশি approve পেয়েছি।

প্রশ্নঃ৭ আমি কি google adsense এর জন্য Sub domain ব্যবহার করতে পারি ?

উত্তরঃ Yes .. but আগে টপ লেভেল ডোমেইন দিয়ে এপ্রুভ করাতে হবে, তারপর সাব ডোমেইন এ অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ৮ troll সাইট এ কি adsense aprove হবে ? content কেমন লাগবে?

উত্তরঃ এই টপিক যদি গুগলের নীতিমালা ভঙ্গ না করে, তবে ভালো মানের ৪০-৫০ টা টিউন দিয়ে এপ্রুভ করাতে পারবেন। আমি সাজেস্ট করবো, কোন প্রোডাক্ট বেইজ এবং ইনফরমেটিভ সাইট বানান। Example : Smartphone review, Technology g tips, health tips এইসব বিসয়ে তাড়াতাড়ি এপ্রুভাল পাবেন .

প্রশ্নঃ৯ website এর article গুল মিনিমাম কত ওয়ার্ড এর হতে হয়?

উত্তরঃ ৪০০-৫০০ ওয়ার্ড হলে ভালো হয়। নয়লে insufficient Content দেখাতে পারে।

প্রশ্নঃ১০ ব্লগ ছাড়া অন্য অন্য কোন সাইট এর জন্য আপ্রভাল সম্ভব কি? যেমন কোশ্চেন এন্সার, হাউ টু ইটিসি।

উত্তরঃ এইরকম সাইটের অথারিটি ভালো মানের হলে +Alexa Rank১ লাখের নিচে থাকলে হবে। মিনিমাম ৫-৭ মাস এসইও করতে হবে। তাহলে পাওয়ার চান্স আছে।

প্রশ্নঃ১১ 1. নিস হিসেবে “blogspot tutorial” কেমন? এটা দিয়ে পাবো ?
2. blogspot.com এ আমি টপ ডোমেইন এড করলে ভালো হবে? নাকি হস্তিং কিনে ডোমেইন এড করবো?
উত্তরঃ
1. web Design, SEO, Graphic টিউটরিয়াল or technology টিপস সাইট দিয়ে খুব সহজেই অ্যাডসেন্স এপ্রুভ হয়।
2. হস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস এ সাইট বানালে ভালো হবে। এসইও তে বেশি সুবিধা পাবেন।

প্রশ্নঃ১২ আমার সাইট এর সব visitor যদি facebook থেকে আসে তাহলে কি adsense দিবে ?
উত্তরঃ গুগল সব আইন মেনে সাইট বানালে ভিজিটরস না থাকলেও অ্যাডসেন্স দিবে। ফেসবুকের ভিজিটরের এর চেয়ে গুগল সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটরের ডিমান্ড বেশি। কাজেই এসইও তে বেশি জোর দিতে হবে।

প্রশ্নঃ১৩ Hosted and non-hosted adsense এর মাঝে পার্থক্য কি ?

উত্তরঃ Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইটYouTube& Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতে ঝামেলা করে। আর নিজস্ব সাইটে Non Hosted Adsense ম্যাক্সিমাম 500 Website এ ব্যবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ %.

প্রশ্নঃ১৪ আপনি ভালো মানের আর্টিকেলের উপর খুব জোর দিচ্ছেন। আচ্ছা ভাই আর্টিকেলের মান ভালো না খারাপ হল এটা চেক করার কি কোন সাইট বা সফটওয়ার আছে ? একটা ভালো কুয়ালিটি সম্পর্ন আর্টিকেলের কি কি গুন থাকতে হয় ?

উত্তরঃ এখানেসকল জনপ্রিয় টুলসগুলোআছে। আপনি এগুলো দিয়ে চেক করতে পারবেন। পেইড টুলসগুলো আরও ভালো রেজাল্ট দেখায়

প্রশ্নঃ১৫
1. আমার একটা ব্লগ আছে ব্লগার এ domain এখনো set করা হয়নি কিছুদিন এর মধ্যে domain set করব। এখন পর্যন্ত ৫০ টা টিউন করা হয়েছে। সব টিউন ৮০% unique. ব্লগ এ আমার প্রতিদিন ১০০+ visitor আসে। domain set করার পর কতদিন পর adsense apply করলে approve পাইতে পারি।
2. ভালমানের content বলতে আমি কোনটাকে বুজব ভাই? একটু বলবেন।
3. আমার content এর যদি কোনো problem থাকে and আমি যদি সেইটা একবার apply করার পর বুজতে পারি and যদি সেই content গুলো delete করে দিয়ে আবার fresh কনটেন্ট টিউন করে আবার apply করি তাহলে কি problem হবে approve পাইতে?

উত্তরঃ
1. কোথায় ডোমেইন সেট করবেন ? ব্লগারে ? আমি বলবো না। ওয়ার্ডপ্রেস এ নিজস্ব সাইট বানান। WP Best SEO Friendly smile emoticon তবে, ব্লগারে ডোমেইন সেট করলে এক মাস পরে এপ্লাই করে দেখুন। কনটেন্ট ভালো মানের হলে এপ্রুভ পেয়ে যাবেন।
2. কপি পেস্ট মুক্ত ফ্রেশ কনটেন্ট।অবশ্যই গ্রামার, সেন্টেন্স এবং কতো % ইউনিক সেটা মাথায় রাখতে হবে, আশা করি বুঝতে পেরেছেন।
3. ডিলেট করলে বিপদে পড়বেন। 404 not Found আসবে আর সাইটের Rank হারাবেন। কনটেন্ট আপডেট কিংবা রি – রাইট করলে ভালো হবে।

প্রশ্নঃ১৬
1। ওয়েবসাইটের বয়স যদি ৩মাস পার হয়ে থাকে এবং ২৫০ টা টিউনের মধ্যে ১০০ টা টিউন ৫০% ইউনিকের নিচে থাকে তাহলে কি অ্যাডসেন্স পাওয়া যাবে ????
2। অ্যাডসেন্স এপ্রুপ পেতে কোনটা বেশি জরুরি .. ‘‘ইউনিক টিউন ’’ না কি ‘‘ভিজিটর’’ ????

উত্তরঃ এইরকম সাইট দিয়ে পাওয়ার চান্স কম। ৮০ % + ইউনিক আর্টিকেল লাগবে। তাহলে পেয়ে যাবেন। অ্যাডসেন্স পাওয়ার জন্য ইউনিক টিউন জরুরী

প্রশ্নঃ১৭ Non Hosted Google Adsense বলতে কি বুঝায়। যদি একটু বিস্তারিত বলেন প্লিজ

উত্তরঃ নিজস্ব সাইট দিয়ে এপ্রুভাল পাওয়া গুগল অ্যাডসেন্স একাউন্ট হচ্ছে Non Hosted Google Adsense। এই এক একাউন্ট দিয়ে আপনি ৫০০ ওয়েবসাইটে অ্যাড ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ১৮ blogspot.com থেকে ব্লগিং করল্র কি Adsense পাব?

উত্তরঃ ২০১১ – ২০১২ সালে দিতো, এখন শুনি নাই যে কেউ ব্লগস্পট দিয়ে পাচ্ছে। Non Hosted পেতে চাইলে নিজস্ব ডোমেইন লাগবে। ফ্রী কোন সাব ডোমেইন দিয়ে না।

প্রশ্নঃ১৯ hosted account কি non hosted account এ convert করা যায় ?

উত্তরঃ হ্যাঁ করা যায়, গুগল পলিসি তে সাইট বানিয়ে অ্যাডসেন্স একাউন্ট এ সাইট অ্যাড করতে হবে। গুগল রিভিউ করবে, সব ঠিক থাকলে .Com এ অ্যা
ড সো করবে। আর কোন সমস্যা থাকলে .Com এ অ্যাড দেখাবে না। তবে এর চেয়ে Non Hosted Account সহজেই পাওয়া যায়।
প্রশ্নঃ২০ Privacy & DMCA পেজের কনটেন্ট দিবো কি ভাবে? করো দেখে রিরাইট করবো না ইউনিক লিখবো। না কি কোন টুল দিয়ে জেনারেট করে নিবো?
উত্তরঃ Privacy টুলস দিয়ে জেনারেট করবেন আরDMCA পেজসবার একই রকম থাকে। ২-৪ লাইন গুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে দেন। এখনো কোন দিন সমস্যা হয় নাই। আশা করি আপনার বেলাতেও হবে না।এখান থেকে আপনার সাইটের নাম এবং ইমেইল দিয়ে ফ্রী তেই জেনারেট করতে পারবেন . কোন সমস্যা নাই >>https://www.google.com.bd/search?q=adsense%20privacy

প্রশ্নঃ২১ ফ্রী ডোমেইন হোস্টিং সাইট যেমন .tk এবং ooowebhost থেকে সাইট তৈরি করে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?
উত্তরঃ না

প্রশ্নঃ২২
১। শুনেছি উন্নত দেশ যেমনঃ USA, UK, Spain প্রভৃতি দেশ থেকে আবেদন করলেই নাকি adsense account এবং code তৎক্ষণাৎ পাওয়া যায়। ব্যাপারটি কতখানি সত্য?
২। blogger এবং নিজস্ব website (.com domain) দিয়ে আবেদন করে পাওয়া account গুলোর মধ্যে advantage & disadvantage কি?
৩। উন্নত দেশ থেকে পাওয়া account এবং আমাদের দেশ থেকে পাওয়া account গুলোর মধ্যকার advantage / disadvantage কি?
৪। Developed country-র address verified account-এ আমাদের দেশের কাউকে admin হিসেবে add করা যায় কিনা? গেলে সে কি ঐ account-এর পরিপূর্ণ নিয়ন্ত্রক হতে পারবে? payee name & bank address আমাদের দেশের admin-এর দিলে সমস্যা আছে কি? আর দিতে পারুক বা নাপারুক, আমাদের দেশ থেকে পরিচালিত হওয়ার জন্য কোনরকম banned হওয়ার সম্ভবনা আছেকিনা?

উত্তরঃ
উত্তর ১. সত্য। তবে এটা করলে গুগলের নীতিমালা ভঙ্গ করবেন। কারন, আপনার দেশ বাংলাদেশ। ভেরিফাইড করা এবং টাকা তোলা নিয়ে ঝামেলায় পড়বেন। অথবা অইদেশের কাউকে দিয়ে সেম নাম ঠিকানায় ব্যাংক একাউন্ট করতে হবে।
উত্তর ২. কোন advantage & disadvantage নাই। তবে ওয়ার্ডপ্রেস সাইটে এসইও সুবিধা বেশি পাবেন, যেইসব ব্লগারে পাবেন না।
উত্তর ৩. advantage & disadvantage নাই। সকল সুবিধা সমান।
উত্তর ৪. এই টিউনে আমার প্রথম উত্তর দেখুন… আমি এটা সাজেস্ট করি না।

প্রশ্নঃ২৩ ১. এডসেন্স কত প্রকার ও কি কি? এবং এদের মধ্যে পার্থক্য কি ?

উত্তরঃ অ্যাডসেন্স সাধারণত ২ প্রকার।Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইট Youtube & Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতেও ঝামেলা করে। আর নিজস্ব সাইটে পাওয়া একাউন্ট হচ্ছে Non Hosted Adsense, এটা দিয়ে ম্যাক্সিমাম 500 Website এ ব্যবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ %।

প্রশ্নঃ২৪
ভাই আমি মোবাইল রিভিউ নিয়া একটা সাইট বানাতে চাই। কিন্তু কথা হল। মোবাইল এর ফিচার তো এক এখানে ইউনিক কি লিখবো। আর মোবাইল এর ফটো গুলো যদি কোম্পানির সাইট থেকে নেই। তাইলে কি গুগল কপি রাইট এ ফেলবে, আর Adsence কি approve পাবো ১ মাসের মধ্যে। আমি on page & off page seo সবই পারি।
–যদি সব ঠিক করে ১ মাস পর apply করি তাইলে adsence পাওয়ার সম্ভাবনা কেমন। আর রিভিয় গুলো কেমনে লিখলে ভাল হবে। একটু কিলিয়ার করলে ভাল হতো
–visitor 100-200 per day হলে কি approve হবে ?

উত্তরঃ GSMARENA.Comএই মানের টিউন লিখবেন। আর কনটেন্ট এ মোবাইল স্পেসিফিকেশন লিখতে গেলেও উপরে নিচে ২-৪ লাইন লেখা যায়, কাজেই চিন্তার কিছুই নাই। আসতে আস্তেই ভালো লিখতে পারবেন। আর সাইট ১ মাসের উদ্দেশে না বানিয়ে, ১ বছরের উদ্দেশে বানান। নয়লে সফল হতে পারবেন না।
—ছবি নেয়ার ক্ষেত্রে কোম্পানির কপিরাইট থাকলে সমস্যা হবে। কারো ইমেজ নিলেও টাইটেল এবং সাইজ পরিবর্তন করে নিবেন।
–একটা সাইট দিয়ে আমি ১৩ দিনেও এপ্রুভাল পেয়েছি। সবই কনটেন্ট এবং এসইও এর জোরে, তবে নরমালি ৪০-৫০ দিন সময় নিলে ভালো হয়।
— কনটেন্ট ভালো হলে ভিজিটর ছাড়াও এপ্রুভ হবে। তবে, দিনে ১০০০ এর নিচে ভিজিটরস থাকলে, ভালো মানের আয় করতে পারবেন না।

প্রশ্নঃ২৫ Adsense কিভাবে পাব? আর Adsense কিভাবে ধরে রাখব আর বেশি বেশি Income কিভাবে করব ?

উত্তরঃ গুগলের নিয়ম অনুযায়ী সাইট বানিয়ে অ্যাডসেন্স এপ্লাই করলে পাওয়া যায়। আর অ্যাডসেন্স ধরে রাখার জন্য গুগলের কোন টার্মস ভঙ্গ করা যাবে না। আর বেশি বেশি ইনকামের জন্য বেশি বেশি ভিজিটরস লাগবে। তার জন্য এসইও জানতে হবে।

প্রশ্নঃ২৬ 100% unique article এর সাথে ইমেজ গুগল থেকে নিয়ে পাব লিশ করলে কোন সমস্যা হবে কিনা?

উত্তরঃ কপিরাইট মুক্ত ইমেজ থাকলে কোন সমস্যা হবে না। ইমজের টাইটেল এবং সাইজ পরিবর্তন করে নিবেন।

প্রশ্নঃ২৭ ১ টা Top LVL Domain নিয়ে যদি ওইটাকে ব্লুগার এ Hosting করি এবং ওইটায় ১৫ দিনে ১৫ টা ৩০০ Word এর article smallseotools.com/plagiarism-checker দিয়ে 100% ইউনিক করে ১৫ দিনে টিউন করি তার পর Apply করি তো পাব কিনা ? আর ওইটা তো NoN hosted Adsense Hobe Tai na ?? Worepress free Hosting করে কি apply করা যাবে? approve হবে ??

উত্তরঃ আপনার সকল প্রশ্নের উত্তর এপ্রুভ হবে না। Site Dose Not Complete with Google Policy এই সমস্যা দেখাবে। সঠিক গাইড পাওয়ার জন্য আজকের ইভেন্টে সকলের টিউনে আমার টিউমেন্টগুলো কষ্ট করে পরে নিবেন। আসা করি সব পুরিস্কার বুঝে যাবেন।

প্রশ্নঃ২৮
1. Hosted Account এবং Non- Hosted Account এর মধ্যে পার্থক্য কি?
2. কিভাবে Hosted Account এবং Non- Hosted Account পাব?
3. Hosted Account এবং Non- Hosted Account এর সুবিধা এবং অসুবিধা কি?

উত্তরঃ
উত্তর ১. Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইট Youtube & Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতে ঝামেলা করে। আর নিজস্ব সাইটে Non Hosted Adsense ম্যাক্সিমাম 500 Website এ ব্যবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ % .
উত্তর২. Youtube দিয়ে Hosted Account এবং আপনার নিজস্ব ওয়েবসাইট দিয়ে Non- Hosted Account পাবেন।

উত্তর৩. প্রথম উত্তর আরও একবার পড়ুন।

প্রশ্নঃ২৯ ভাই এডসেন্স পেতে সাইটের বয়স কত লাগবে ? কতগুলো টিউন আর কি রকম এসইও করা লাগবে ?

উত্তরঃ গুগল এর মেইন শর্ত হচ্ছে হাই কুয়ালিটি ভালো মানের কনটেন্ট এবং ১ টা টপ লেভেল ডোমেইন দিয়ে সাইট বানাতে হবে। তারপর সাইটে ৪০-৫০ দিন সময় নিয়ে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। সাইটে About, Privacy, Contact us & DMCA পেজ গুলো ঠিক মতো পাবলিশ করতে হবে। সাইটের সকল টিউন Google Webmaster এ সাবমিট করতে হবে। তারপর হালকা পাতলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। তারপর সাইটের বসয় ৫০-৬০ দিন হলে গুগল অ্যাডসেন্স এপ্লাই করুন। অ্যাডসেন্স এপ্রুভ হতে সময় লাগবে না।

প্রশ্নঃ৩০ আমার সাইট এ 15/20 টার মতো আর্টিকেল আছে। এবাউট পেজ, কনটেক পেজ, প্রাইভেসি পলিসি পেজ আছে। সাইট এর বয়স প্রায় ১ বছর। এখন কি আমি এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারি বা আমার আর কি কি করতে হবে এডসেন্স পাওয়ার জন্য?

উত্তরঃ এপ্লাই যেকোনো সাইট দিয়ে করা যাবে। কিন্তু সব সাইট দিয়েই এপ্রুভ হবে না। ভালো হয় গুগল পলিসি মেনে সাইটে আরও ৩০ টা টিউন দেন। তারপরে এপ্লাই করেন।

প্রশ্নঃ৩১ Google adsance এর টাকা কিভাবে উঠানো যায় ?

উত্তরঃ ২০১৩ সালের ডিসেম্বরের আগে পর্যন্ত আমরা বাংলাদেশের সবাই চেক দিয়ে টাকা ক্যাশ করাতাম। মাস খানিক সময় লাগতো টাকা ক্যাশ করতে। এখন EFT আছে। সরাসরি ৪-৫ দিনেই টাকা ব্যাংক এ চলে আসে, আমি ডাচ বাংলা ব্যাংক দিয়ে তুলি। অনেকেই ব্র্যাক দিয়েও তুলে, কোন সমস্যা নাই।

প্রশ্নঃ৩২ ভাইয়া. com Domain নিয়ে বাংলায় ব্লগিং করলে এডসেন্স পাওয়া যাবে?
উত্তরঃ না

প্রশ্নঃ৩৩ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking কিভাবে অ্যাড করা যায়? সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ধারাবাহিকভাবে কি করতে হয়?

উত্তরঃ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking হিসাবে অ্যাড করা যায়।Adsense & Domain Parkingগ্রুপের কয়েক DBBL Mobile Banking দিয়ে টাকা তুলে। আমি কখনো ইউজ করি নাই। সম্ভবত Account No. এর জায়গায় Mobile Banking নাম্বার দিতে হয়। গ্রুপে একসময় টিউন দিয়েন। যারা ইউজ করে, তারা আরও বিস্তারিত বলতে পারবে।

প্রশ্নঃ৩৪ Hubpage দিয়ে যে অ্যাডসেন্স পাওয়া যায় ‍সেটার সাথে নিজের website থেকে পাওয়া অ্যাডসেন্স এর পার্থক্য কতখানি ???

উত্তরঃ নিজস্ব সাইট দিয়ে পাওয়া আর ৩য় পক্ষ দিয়ে পাওয়া এক জিনিস নয়। ওরা অবশ্যই আপনার একাউন্টের কিছু % কমিশন কেটে রাখবে।

প্রশ্নঃ৩৫ adscence approve পাওয়ার পর যদি আমি আমার সাইট এর banner বা অন্য কোথাও সাইট এর related niche এর cpa বা অন্য কোন product এর promotion করি, তাহলে কি adsense এর কোন problem হবে ?

উত্তরঃ promotion/cpa তে যদি গুগল পলিসি ভঙ্গ করে এমন কিছু থাকে, তাহলে ব্যবহার না করাই ভালো। তবে Amazon & Adsense একই সাইটে ব্যবহার করা যায়। কোন সমস্যা হয় না।

প্রশ্নঃ৩৬ আমি আমার সাইট এর কোন sub domain create করে কি adsense ব্যবহার করতে পারি ?

উত্তরঃ টপ লেভেল ডোমেইন দিয়ে নেওয়া রানিং অ্যাডসেন্স থাকলে পারবেন। সাব ডোমেইন দিয়ে নিউ অ্যাডসেন্স পাওয়া যাবে না।

প্রশ্নঃ৩৭

১। আমার youtube adsense account আছে। non hosted site এর জন্য কি আমি adsense apply করতে পারব ? এক্ষেত্রে কি কোন problem এ পরতে হবে ?
২। Youtube and website এর জন্য ২ টার earning কি একসাথে দেখাবে।। না আলাদা আলাদা দেখাবে ?

উত্তরঃ
উত্তর ১. হ্যাঁ পারবেন। ঝামেলাজুক্ত কাজ। তবে এর চেয়ে নতুন নেওয়া অনেক সহজ।
উত্তর২. সব রিপোর্ট আলাদা দেখতে পারবেন।

প্রশ্নঃ৩৮ এখন বর্তমান ইউটিউব অ্যাডসেন্স কি ব্লগার এ ব্যবহার করা সম্ভব?
যদি যায় তাহলে বর্তমানে কিভাবে করব?

উত্তরঃ আমি ২০১২ এর পরে আর কোন ব্লগস্পট এ অ্যাড ব্যবহার করি নাই। ২০১৪ সালের আগের একাউন্টে হতো। এখন অনেকেই বলেBlogspotএ অ্যাড সো করে না। ভালো মানের ৪০-৫০ টা টিউন দিয়ে চেষ্টা করে দেখুন। হতেও পারে আবার নাও হতে পারে।

প্রশ্ন ৩৯. আমার যদি ইতোমধ্যেই একটি Adsense একাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমার ছোট ভাই আরেকটি একাউন্ট এপ্লাই করতে পারবে যদি বাড়ির এড্রেস একি হয়?

উত্তরঃ আলাদা সাইট, আলাদা কম্পিউটার আইপি, আলাদা ঠিকানা এবং আলাদা Payee Name দিয়ে সহজেই এপ্রুভ পাবেন। আশা করি কোন ঝামেলা হবে না।

প্রশ্নঃ৪০ বাংলা ওয়েবসাইট হলে কি adscence apply করা যাবে ?

উত্তরঃ এপ্লাই করা যাবে কিন্তু এপ্রুভ হবে না। কারন, গুগল এখনো বাংলা পারমিশন দেয় নাই। অন্য সাইট দিয়ে এপ্রুভ করিয়ে বাংলা সাইটে ইউজ করা যায়।

Writer: Rubel sbs

Wednesday, July 13, 2016

যেভাবে একটি আর্টিকেল সুন্দর ও আকর্ষণীয় করবেন

আপনি যদি একজন অনলাইন আর্টিকেল লেখক(content writer) হন, আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে একটি আর্টিকেল সুন্দর ও আকর্ষণীও করতে হয়। একটি সুন্দর আর্টিকেলই পারে পাঠককে মুগ্ধ করতে ও পরবর্তী আর্টিকেল এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করাতে। প্রতিটি খবরের কাগজেই গুরুত্তপুর্ন সকল খবরই পাওয়া যায়। তারপরও কেন কিছু খবরের কাগজের জনপ্রিয়তা থাকে আকাশচুম্বী? দাম, কাগজের মান, আকর্ষণীয় ছবি নাকি লেখার মান? এখানে কি লেখকের ভূমিকা স্বীকার করবেন না? আকর্ষণীয় লেখা তৈরি করতে হলে আপনাকে শিরোনাম (Title), ভূমিকা (Introduction), বিবরণ (Article Body) এবং সমাপ্তি (Conclusion)-এই সকল বিষয় নিয়ে আলাদা করে ভাবতে হবে।
আমি এখানে একজন আর্টিকেল রাইটার হিসেবে আলোচনা করব আর্টিকেল যেভাবে আকর্ষণীয় করে তুলবেন।

ব্যাকরণে এক কথায় প্রকাশ=আর্টিকেলে এক লাইনে প্রকাশ=শিরোনামঃ


‘অকালে পেকেছে যে’ কথাটি বোঝাতে ‘অকালপক্ব’ শব্দটিই যথেষ্ট সাথে রসবোধও তৈরি করে। তেমনি আর্টিকেলের শিরোনাম দেখলে তার বিষয় বস্তু সম্পর্কে পুরো ধারনা পাওয়া যাবে, সেই সাথে আর্টিকেলটি পড়ার আগ্রহ বা আকর্ষণ তৈরির দায়িত্ব শিরোনামকেই নিতে হবে। তবে এক বিষয় অথবা একাধিক বিষয় হলেও আগে বিষয়গুলো একটি খাতায় লিখুন তারপর সকল বিষয়ের শিরোনামগুলো ঠিক করুন।
উল্টাপাল্টা লাগছে? আচ্ছা আমি সহজ করে বলছি।

ধরুন আপনার বিষয়গুলো হলঃ
১। আর্টিকেল সুন্দর করার টিপস।
২। আর্টিকেল লেখার পরের কিছু টিপস।


শিরোনাম হতে পারেঃ
১। যেভাবে একটি আর্টিকেল সুন্দর ও আকর্ষণীও করবেন।
২। খুবসহজে আর্টিকেলকে নির্ভুল ও গ্রহণযোগ্য করে তুলুন।
আমার একটি বদ অভ্যাস আছে, আমি খবরের কাগজ পড়তে গেলেও আগে শিরোনাম পড়ে শেষ দেই। তারপর বেছে বেছে দু-একটা বিস্তারিত পড়ি। আমার মত যারা আছে তাদেরকে তো শুধু সুন্দর একটি শিরোনাম দিয়েই পাঠক বানাতে পারেন।

বিবরণের প্রতিটি অংশ একেকটি আর্টিকেলঃ
বিবরণের প্রতিটি অংশকে শুধুমাত্র অংশ মনে না করে একেকটি আর্টিকেল মনে করেন। যে আর্টিকেলে শিরোনাম, ভূমিকা, বিবরণ ও সমাপ্তি সবই থাকবে। প্রতিটি অংশের একটি শিরোনাম দিন। প্রথম লাইনকে ভূমিকা, শেষ লাইনকে সমাপ্তি এবং মাঝের অংশটুকু বিবরন কল্পনা করে লিখুন। এছারা প্রতিটি অংশের আয়তনের খুব বেশি পার্থক্য জেন না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এর মানে দাঁড়ালো কোন পাঠক যদি শুধুমাত্র শিরোনামগুলু দেখে চলে যায় তবুও যেন সে আর্টিকেল এর বিষয়টি সম্পর্কে ধারনা নিয়ে জেতে পারে(বুঝে নিতে পারে)। এছাড়া শিরোনামগুলো পড়লেই সে বুঝতে পাড়বে আর্টিকেলটি তার জন্য কতটা প্রয়োজনীয় হতে পারে। আচ্ছা আপনার কি মনে হয় শিরোনামগুলোতেই সকল কিছু পেয়ে গেলে সে চলে যাবে? আরে না- প্রতিটি শিরোনাম তো তাকে কান ধরে ওই অংশটুকু পড়তে বাধ্য করবে।

ভূমিকা আর্টিকেলের আয়না যেখানে আর্টিকেলের ছায়া দেখা যাবেঃ
আয়নার দিকে তাকালে মানুষের ছায়া দেখা যায়, ভুমিকার দিকে তাকালে আর্টিকেলের ছায়া দেখা যাবে। বলুনতো মানুষ আগে না ছায়া আগে? নিশ্চয়ই মানুষ। তাহলে আপনি বিবরণ তৈরি না করে কি করে সুন্দর ভূমিকা তৈরি করবেন? বিবরনে যা লিখলেন তারই সারগর্ভ ভুমিকাতে লিখুন। সহজ করে বললে ভুমিকাতে ৩ টি প্রশ্নের উত্তর দেয়া উচিত - ১) কাদের জন্য লিখছেন? এ অংশে আমি লিখেছি আর্টিকেল রাইটারদের কথা যাতে সহজে পাঠক বুঝতে পারে এটি তার জন্য লেখা কিনা, ২) কি প্রয়োজনে লিখছেন? এ অংশে আমি লিখেছি আর্টিকেল এর উদ্দেশ্য যাতে সহজে পাঠক বুঝতে পারে এটি তার কাজে লাগবে কিনা এবং কি কি লিখছেন? এ অংশে আমি বিবরন অংশের উপর আলোকপাত করেছি যাতে সহজে পাঠক বুঝতে পারে এটিতে তার জন্য প্রয়োজনীয় তথ্য আছে কিনা। এভাবে লিখলে ভূমিকাটি আর্টিকেল হবেনা কিন্তু আর্টিকেলের ছায়া অবশ্যই হবে। তবে মনে রাখতে হবে ভুমিকার আয়তন আর্টিকেলের আয়তনের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে।

সমাপ্তি - সব শেষ, কি যেন আকর্ষণ রয়ে গেলঃ
এই অংশে এমন কিছ্য করুন যাতে পাঠক মনে করে শেষ করলেন কিন্তু শেষ হয়নি আরও কি যেন আছে। ধুম্পানের শেষটান যেন ধুম্পান করা শেষ তবুও কি যেন ফেলে দিলেন। তবে সমাপ্তি ছোট করার দিকে মনযোগী হবেন। আপনি কি রাইটার নন? ওহ, যান তো ভাই এ আর্টিকেল আপনার জন্য না, আপনার জন্য - ‘কন্টেন্ট রাইটিং কি পেশা হিসেবে নেয়া যাবে?-নতুনদের জন্য কিছু কথা’আর্টিকেলটি। গ্রহণযোগ্য হলে আগামীতে চেষ্টা করব ‘খুবসহজে আর্টিকেলকে নির্ভুল ও গ্রহণযোগ্য করুন’ এর উপর কিছু লিখতে।

Sunday, October 12, 2014

oDesk Content Writing Skills Test Answer 2015


At what places in the sentence given below should commas be used?
Mark Twain's novels she believes stand the test of time

a. There should be a comma after believes
b. There should be a comma after novels and another one after believes
c. There should be a comma after novels
d. No commas are required

Searching for the phrase "Research Techniques Test" (within quotes) in the Google search box will yield

a. Results excluding pages which have the phrase Research Techniques Test in the webpages
b. Results including pages which contain exactly the same phrase, i.e , Research Techniques Test
c. Results including pages which have the words Research, Techniques and Test in any order
d. Results including pages which have the words Research, Techniques and Test marked in bold

Select the sentences which are grammatically INCORRECT

a. Sophie is responsible for sales of refrigerators, stocking merchandise and writing orders
b. You look really tired What's the matter?
c. The facts were collected and carefully organized
d. One of my best friend is getting married next week

Best Boats is a startup with the following inventory of products

Type of boat
Product name
Yacht
Series Y

Amanda is assigned to create copy for webpages for BestBoats com website, which should attract visitors searching for buying Yachts, and provide information about the same Which is the best way Amanda can create the copy for the webpages so that they rank higher in the organic search results?





Page Title
Meta Description
Paragraph Heading on Page
A
BestBoats Series Y by BestBoats
Buy the BestBoats Series Y by BestBoats - Best quality assured
BestBoats Series Y
B
Buy Boats- BestBoats Series Y by BestBoats
Buy Boats- Best Quality Boats from BestBoats Series Y by BestBoats is the dream Yacht you have been waiting for
Boats from BestBoats Series Y
C
Yachts from BestBoats -Best quality, Best Deals on Yachts, Highest rated Yachts
Yachts from BestBoats Yacht Series Y by BestBoats is the dream Yacht you have been waiting for
Yachts from BestBoats -BestBoats Series Y

a. A
b. B
c. C
d. All copies will lead to similar results

Consider the following sentence

I have been busy in preparing for my final examination
If you are asked to correct this sentence, which of the options given below will you choose?

a. I was busy in preparing for my final examination
b. I am busy in preparing for my final examination
c. I have been busy preparing for my final examination
d. The sentence needs no correction

Fill in the blanks with the correct pair of words

He was _______________of the fact that he had made a major mistake by not heeding his

a. conscience  conscience
b. conscience  conscious
c. conscious  conscious
d. conscious  conscience

A short introductory statement or passage in a published work, such as a book, is called a

a. foreword
b. forword
c. forward
d. foreward

What happens if you type the words Certification -Networking in the Google search box?

a. Google shows web pages that contain the word Certification and also those that contain the word Networking
b. Google shows all the web pages containing the words Certification and Networking
c. Google shows all the web pages in which the words Certification and Networking appear together
d. Google shows web pages that contain the word Certification, but do not contain the word Networking

Two of the sentences given below have some mistakes Select those sentences

a. The actors' convincing acting perfectly complimented the movie's powerful storyline
b. No sooner had the author enunciated his principal argument than a lively debate ensued among the participants of the seminar
c. Waterborne diseases, as the term suggests, spread through contaminated water
d. A hoard of people gathered outside the burning shop making it difficult for the fire fighters to douse the flames

Consider the following sentences and select the appropriate answer from the options given thereafter

Sentence 1 You look so different from what you did a year ago  What have you done?
Sentence 2 You look so different than what you did a year agol What have you done?

a. Sentence 1 is correct, but Sentence 2 is not
b. Sentence 1 is incorrect, but Sentence 2 is correct
c. Both sentences are correct
d. Both sentences are incorrect

What is the best style of writing for online content?

a. Formal style
b. Conversational style
c. A mix of formal and conversational style
d. Depends on the target audience

Which of the following words has/have been spelled correctly?

a. Excercise
b. Millenium
c. Irresistable
d. Priviledge
e. All the words have been spelled correctly
f. None of the words have been spelled correctly.

Complete the sentence below with an appropriate word

He _________ the books on the table and went out to play immediately

a. lied
b. layed
c. laid
d. lay

Which of the following statements is INCORRECT with regard to searching for information on a certain place on the internet?

a. The information available on the official website of a country in which the place is located is the most reliable source
b. The information available on forums and blogs may or may not be correct and hence needs further verification
c. The information provided on Wikipedia may or may not be authentic and reliable
d. The information provided by a non-government website which sells tickets to visit the place is the most authentic

Identify the misspelled word in the list below

a. Mischievous
b. Occurence
c. Caribbean
d. Yacht

Which of the following statements regarding Search Engine Optimization is/are true?

a. In the title tag, the keywords should be placed at the end
b. Including keywords in the anchor text is a good SEO strategy
c. Keywords should never be used in the URL
d. All of the above are true


What does the term Keyword Prominence refer to?

a. It refers to the fact that choosing high traffic keywords leads to the best return on investment b. It refers to the importance attached to getting the right keyword density
c. It refers to the fact that the keywords placed in important parts of a webpage are given priority by the search engines
d. It refers to the fact that the keywords in bold font are given priority by the search engines

Which of the following search operators lists web pages that are similar to the web page (URL) specified by you?

a. similar URL
b. related:URL
c. like URL
d. site URL

Copying a few lines from one of Shakespeare's works without giving credit to him would be considered

a. Copyright violation
b. Plagiarism
c. Theft
d. Piracy

This question contains three incomplete sentences numbered, I, II and III, and each of these sentences has two options to fill in their blanks Identify the correct option for each sentence, and using the numbers denoting those options, select the answer that represents all the three correct options

I  The president, together with his wife, ____________ (1. greets/2. greet) the guests cordially

II   Fifty dollars _____________ (1. is/2. are) the price of that cell-phone
Everyone of those girls (1. study/2. studies) in my school

a. 1,1, 2
b. 1,2,2
c. 2,1,2
d. 2.2.1

Which of the following acts constitutes copyright in fragment?

a. Reproducing facts or ideas
b. Reproducing a work which is in the public domain
c. Reproducing copyrighted material for "fair use"
d. Reproducing copyrighted material on a free website

Searching for "2010 OR 2011" (without quotes) in Google will show result pages that

a. Show both the years
b. Show either of the two years
c. Show pages with these arch term"2010 to 2011"
d. Shows either 2010 or 2011. or both 2010 and 2011

This question is based upon the figure shown below

In the image given above, you are given three incomplete sentences in Column I and three missing words in Column II Identify the sentence/s which has/have been correctly matched with the missing word/s in Column II

a. 1-i
b. 2-ii
c. 3-iii
d. All of the above

Which of the following is among the search engine optimization "best practices"?

a. Cross-linking
b. Cloaking
c. Keyword stuffing
d. Having unique content
e. All of the above
f. None of the above

Complete the following sentence

The better an emulsifier is, the longer the oil and the water take to

a.  seperate
b.  separate
c.  separete
d.  seperete

Complete the following sentence

The_________________ was a few meters away from the doctor's clinic

a. cemetery
b. cemetary
c. cemetarey
d. cemetery

Complete the following sentences with the correct pair of words

wanted to give her a ______________  of my mind but stopped myself from doing so ____________ of mind is not a luxury, but a basic necessity of human beings

a. piece, Peace
b. peace, Piece
c. piece, Piece
d. peace, Peace

Complete the following sentence with the correct combination of words

Our lawyers have informed us that while the new tax laws will not________
they may have an adverse _________on the spending power of our customers our business directly,

a. effect/affect
b. affect/affect
c. effect/effect
d. affect/effect

Select the correct sentence from among the following

a. The person sitting besides the young boy is his father
b. She looked all around the place to ensure no body was watching her
c. People have been observing this ritual since ages it is unlikely they will abandon it so easily
d. The hall was jam-packed with people and yet things were so quite it seemed there was not a soul inside

Complete the following sentence by choosing the correct set of words from the options below

Although_____ wanted to keep the boat all to ________, I knew it would be used extensively by both Susan and _________

a. I/myself/myself
b. I/me/I
c. I/myself/I
d. I/myself/me

To come before is to ____________ whereas to come after is to _________

a. Preceed / Succeed
b. Precede / Secede
c. Preceed / Seceede
d. Precede/Succeed

Fill in the blanks with the correct pair of words

Carl managed to __________ the situation with his wit and tact even as everyone waited with ________ breath to know the final outcome of the meeting between the rivals

a. diffuse   baited
b. defuse   bated
c. diffuse   bated
d. defuse   baited

Do you have to use a copyright notation on all copies of your content for the web?

a. No A copyright notation is no longer an absolute necessity of the Copyright Act b. Yes The copyright notation is necessary to protect the content
c. No As long as the website has a general copyright notation, it is not required to be placed below all content

What is Anchor Text?

a. It is the main body of text on a particular webpage
b. It is the text within the left or top panel of a webpage
c. It is the visible text that is hyper linked to another page
d. It is the most promment text on the page that the search engines use to assign a title to the page

Which of the following is true in the context of Search Engine Optimization?

a. It is preferable to optimize one web page for only one keyword
b. A keyword density of 15-20 % is regarded as optimum
c. The title of a web page should be at least 10 words long
d. It is best to concentrate the keywords in the middle of the web page

Identify the correct sentence construction from the following list of sentences

a. The trapped miners families feared for the safety of their loved ones
b. He was very anxious about his mother's health, which was deteriorating with each passing day
c. Having slept through the day, the night didn't seem to pass
d. If they would have gone to the party, would have had a lot of fun

Writing materials like pens, papers, envelopes are collectively called __________
Something standing still is ______________

a. Stationery/Stationary
b. Stationary/Stationery
c. Stationery/Stationery
d. Stationary/Stationary

A word which means the same as "Clever" is spelled as

a. Ingenius
b. Ingeneous
c. Ingenious
d. Ingmeous

What kind of writing style will you use for describing a university application process meant to be read by the student applicants and/or their parents'?

a. Use italics for the parents and bold text for the students or vice versa
b. Use your normal writing style
c. Use a style suited for the parents, as they are more important
d. Use a style suited for the students, as they are more important
e. Use a style that will be read by both the students and the parents equally successfully


Q: Which of the following search operators lists web pages that are similar to the web page (URL) specified by you? Answer
a. similar:URL
b. related:URL
c. like:URL
d. site:URL

Q: Complete the sentence below with an appropriate word. Answer

He _________ the books on the table and went out to play immediately.
a. Lied
b. Layed
c. Laid
d. Lay

Q: Consider the following sentence.
I have been busy in preparing for my final examination.
If you are asked to correct this sentence, which of the options given below will you choose? Answer
a. I was busy in preparing for my final examination.
b. I am busy in preparing for my final examination.
c. I have been busy preparing for my final examination.
d. The sentence needs no correction.

Q: What is Anchor Text? Answer
a. It is the main body of text on a particular webpage.
b. It is the text within the left or top panel of a webpage.
c. It is the visible text that is hyperlinked to another page.
d. It is the most prominent text on the page that the search engines use to assign a title to the page.

Q: What happens if you type the words Certification -Networking in the Google search box? Answer
a. Google shows web pages that contain the word Certification and also those that contain the word Networking.
b. Google shows all the web pages containing the words Certification and Networking.
c. Google shows all the web pages in which the words Certification and Networking appear together.
d. Google shows web pages that contain the word Certification, but do not contain the word Networking.

Q: Consider the following sentences and select the appropriate answer from the options given thereafter. Answer
Sentence 1: He makes sure to do yoga everyday.
Sentence 2: He has made yoga part of his everyday life.
a. Sentence 1 is correct, but Sentence 2 is not.
b. Sentence 1 is incorrect, but Sentence 2 is correct.
c. Both sentences are correct.
d. Both sentences are incorrect.

Q: To come before is to _________, whereas to come after is to _________. Answer
a. Preceed / Succeed
b. Precede / Secede
c. Preceed / Seceede
d. Precede / Succeed

Q: Which of the following words has/have been spelled correctly? Answer
a. Exercise
b. Millenium
c. Irresistable
d. Priviledge
e. All the words have been spelled correctly.
f. None of the words have been spelled correctly.

Q: Do you have to use a copyright notation on all copies of your content for the web? Answer
a. No. A copyright notation is no longer an absolute necessity of the Copyright Act.
b. Yes. The copyright notation is necessary to protect the content.
c. No. As long as the website has a general copyright notation, it is not required to be placed below all content.


Q: From among the four sentences given below, identify the sentences which contain words confused with other words because of similarity in pronunciation or meaning. Answer
a. Skin lightning creams are extremely popular in Asia.
b. The conservation scientist emphasized the need for everyone to be economic with their use of water.
c. The chairman of the company spoke with great clarity and succeeded in making everyone see the rationale behind his controversial decisions.
d. Can you please prepare a breakdown of the report, Sue?


Q: Complete the following sentences with the correct pair of words. Answer
I. I wanted to give her a _______________ of my mind but stopped myself from doing so.
II. _______________ of mind is not a luxury, but a basic necessity of human beings.
a. piece...peace
b. peace...piece
c. piece...piece
d. peace...peace

Q: Which of the following statements regarding Search Engine Optimization is/are true? Answer
a. In the title tag, the keywords should be placed at the end.
b. Including keywords in the anchor text is a good SEO strategy.
c. Keywords should never be used in the URL.
d. All of the above are true.

Q: Complete the following sentence by choosing the correct set of words from the options below. Answer
Although _________ wanted to keep the boat all to _________, I knew it would be used extensively by both Susan and _________.
a. I/myself/myself
b. I/me/I
c. I/myself/I
d. I/myself/me

Q: What are some of the ways to make an article effective? Answer
a. Write long articles. The longer an article, the more informative it is.
b. Provide a catchy title, preferably containing a keyword.
c. Break the rules of grammar.
d. Write short and crisp sentences and stick to the point.

Q: Which of the following is true in the context of Search Engine Optimization? Answer
a. It is preferable to optimize one web page for only one keyword.
b. A keyword density of 15-20 % is regarded as optimum.
c. The title of a web page should be at least 10 words long.
d. It is best to concentrate the keywords in the middle of the web page.

Q: Read the following text and point out why it does NOT make for an effective reading. Answer
Techniques for increasing eBay sales
a. Overuse of the passive voice
b. Overuse of bold text
c. Overly long sentences
d. Inadequate information
e. Overuse of jargon
f. Ineffective formatting

Q: Writing materials like pens, papers, envelopes are collectively called _________. Something standing still is _________. Answer =
a. Stationery / Stationary
b. Stationary / Stationery
c. Stationery / Stationery
d. Stationary / Stationary

Q: Consider the following sentences and select the appropriate answer from the options given thereafter. Answer
Sentence 1: You look so different from what you did a year ago! What have you done?
Sentence 2: You look so different than what you did a year ago! What have you done?
a. Sentence 1 is correct, but Sentence 2 is not.
b. Sentence 1 is incorrect, but Sentence 2 is correct.
c. Both sentences are correct.
d. Both sentences are incorrect.

Q: Which of the following is/are regarded as (a) Search Engine Optimization best practice/s? Answer
a. Cross-linking
b. Cloaking
c. Keyword stuffing
d. Having unique content
e. All of the above
f. None of the above

Q: At what places in the sentence given below should commas be used? Answer
Mark Twain's novels she believes stand the test of time.
a. There should be a comma after believes.
b. There should be a comma after novels and another one after believes.
c. There should be a comma after novels.
d. No commas are required.

Q: Which of the following acts constitutes copyright infringement? Answer
a. Reproducing facts or ideas.
b. Reproducing a work which is in the public domain.
c. Reproducing copyrighted material for "fair use".
d. Reproducing copyrighted material on a free website.

Q: What is the best style of writing for online content? Answer
a. Formal style
b. Conversational style
c. A mix of formal and conversational style
d. Depends on the target audience

Q: Which of the following sentences are grammatically INCORRECT? Answer
a. The organizers are expecting less participants this time.
b. Users need to login to submit their comments.
c. Ricky is one of those people who loves eating out with the family.
d. A very unique thing about the kids in this class is that they were all born on the same date!

Q: Given below are some examples of sentences that must be avoided in formal writing. Answer
I. All's fair in love and war.
II. It's not rocket science.
III. I'm not gonna talk to that guy again.
IV. Oh, he's such a cool dude!
Select the answer options that correctly describe these sentences.
a. I and II are cliches.
b. III and IV employ slang words.
c. I and III contain oxymorons.
d. II and IV are colloquialisms.

Q: Select the correct sentence from among the following. Answer
a. The person sitting besides the young boy is his father.
b. She looked all around the place to ensure nobody was watching her.
c. People have been observing this ritual since ages. It is unlikely they will abandon it so easily.
d. The hall was jam-packed with people and yet things were so quite it seemed there was not a soul inside.

Q: Given below are five sets of words each containing a correct spelling and an incorrect spelling of the words. Select those sets which have been arranged in the order Incorrect Spelling / Correct Spelling. Answer
a. Vacillate / Vascillate
b. Weird / Weird
c. Calandar / Calendar
d. Embarass / Embarrass
e. Accommodate / Accomodate

Q: Complete the following sentence with the correct combination of words. Answer
Our lawyers have informed us that while the new tax laws will not __________ our business directly, they may have an adverse _________ on the spending power of our customers.
a. effect / affect
b. affect / affect
c. effect / effect
d. affect / effect

Q: Which of the following would you use if you want to search a query on multiple search engines simultaneously? Answer
a. A mega search engine
b. A specialty search engine
c. A meta search engine
d. The deep Web

Q: A short introductory statement in a published work such as a book is called: Answer
a. Foreword
b. Forword
c. Forward
d. Foreward

Q: Complete the following sentence with the correct combination of words. Answer
He is a _________ writer who writes under a _________ name.
a. fictional; fictional
b. fictitious; fiction
c. fiction; fictitious
d. fiction; fiction

Q: Which of the following statements is INCORRECT with regard to searching for information on a certain place on the internet? Answer
a. The information available on the official website of a country in which the place is located is the most reliable source.
b. The information available on forums and blogs may or may not be correct and hence needs further verification.
c. The information provided on Wikipedia may or may not be authentic and reliable.
d. The information provided by a non-government website which sells tickets to visit the place is the most authentic.

Q: Identify the correct sentence construction from the following list of sentences. Answer
a. The trapped miners families feared for the safety of their loved ones.
b. He was very anxious about his mother's health, which was deteriorating with each passing day.
c. Having slept through the day, the night didn't seem to pass.
d. If they would have gone to the party, they would have had a lot of fun.

Q: Which of the following statements are correct with regard to the images within a webpage? Answer
a. Images cannot be spidered by the search engines.
b. Important keywords related to the image should be placed in the ALT text.
c. Images should always be kept close to the top of a webpage.
d. Image maps should be used while including the images.

Q: Complete the following sentence by choosing the correct set of words from the options below. Answer
The _________ was _________ for his unfair _________ of the book.
a. critique/critiqued/critique
b. critique/criticized/critic
c. critic/criticized/critic
d. critic/criticized/critique

Q: In this question, you are given three incomplete sentences with two alternatives each to fill in the blanks. Identify the correct alternative for each sentence, and using the numbers denoting those alternatives, select the answer option that represents all the three correct alternatives. Answer
I. The President, together with his wife, _______________ (1. greets / 2. greet) the guests cordially.
II. Fifty dollars _______________ (1. is / 2. are) the price of that cell phone.
III. Every one of those girls _______________ (1. study / 2. studies) in my school.
a. 1, 1, 2
b. 1, 2, 2
c. 2, 1, 2
d. 2, 2, 1

Q: Complete the following sentence Answer
The _______________ was a few meters away from the doctor's clinic.
a. Cemetery
b. Cemetery
c. Cemetarey
d. cemetry

Q: Select the sentences which are grammatically INCORRECT. Answer
a. Sophie is responsible for sales of refrigerators, stocking merchandise and writing orders.
b. You look really tired. What's the matter?
c. The facts were collected and carefully organized.
d. One of my best friend is getting married next week.

Q: Select the words which have been INCORRECTLY spelled. Answer
a. Accommodate
b. Maintainance
c. Dilemm

Q: What kind of writing style will you use for describing a university application process meant to be read by the student applicants and/or their parents? Answer
a. Use italics for the parents and bold text for the students or vice versa.
b. Use your normal writing style.
c. Use a style suited for the parents, as they are more important.
d. Use a style suited for the students, as they are more important.
e. Use a style that will be read by both the students and the parents equally successfully.

Q: Searching for "2010 OR 2011" (without quotes) in Google will show result pages that: Answer
a. Show both the years.
b. Show either of the two years.
c. Show pages with the search term "2010 OR 2011".
d. Shows either 2010 or 2011, or both 2010 and 2011.
Q: Searching for the phrase "Research Techniques Test" (within quotes) in the Google search box will yield: Answer
a. Results excluding pages which have the phrase Research Techniques Test in the webpages.
b. Results including pages which contain exactly the same phrase, i.e., Research Techniques Test.
c. Results including pages which have the words Research, Techniques and Test in any order.
d. Results including pages which have the words Research, Techniques and Test marked in bold.
Q: What things should you bear in mind when writing something? Answer
a. Your target audience.
b. Your purpose for writing.
c. The message you want to convey.
d. a and b
e. b and c
f. a, b and c
Q: Which of the following sentence constructions are INCORRECT? Answer
a. They had rarely ever been seen talking to each other before that day.
b. Me and my sister went for a movie last night.
c. At the age of ten, Jack's parents sent him to a boarding school.
Q: Fill in the blank with the correct spelling of the missing word. Answer
Announcing a huge annual profit, the businessman said he was _________ to his staff as well as his customers for his success.

a. grateful
b. greatful
c. greatfull
d. gratefull
Q: Could you be guilty of copyright infringement for writing a review, commentary or summary of a copyright protected work (along with giving due credits to the copyright holder for his work) without the permission of the copyright holder? Answer
a. Yes
b. No
Q: Identify the misspelled word in the list below. Answer
a. Mischievous
b. Occurence
c. Caribbean
d. Yacht
Q: Do you need Wikipedia's permission to reuse textual content contained on that website? Answer
a. Yes. Failing to obtain such permission will amount to copyright infringement.
b. No. However, the reproduced material must conform to the licensing agreements under which Wikipedia's content is licensed.
c. Wikipedia is silent on this issue, so it is hard to say if the permission is needed or not.
Q: In the context of copyright, the phrase "exclusive right" means that: Answer
a. the copyright holder is free to exercise the bundle of rights that come with the ownership of the copyright.
b. no one other than the copyright holder can use the work without the holder's authorization under any circumstances.
c. Both a and b.
d. Neither a nor b.
Q: What does the term Keyword Prominence refer to? Answer
a. It refers to the fact that choosing high traffic keywords leads to the best return on investment.
b. It refers to the importance attached to getting the right keyword density.
c. It refers to the fact that the keywords placed in important parts of a webpage are given priority by the search engines.
d. It refers to the fact that the keywords in bold font are given priority by the search engines.
Q: Copying a few lines from one of Shakespeare's works without giving credit to him would be considered: Answer
a. Copyright violation
b. Plagiarism
c. Theft
d. Piracy
Q: Which of the following statements is INCORRECT with regard to searching for information on a certain product on the internet? Answer
a. The information available on the official website of the product manufacturer is the most reliable source.
b. The information available on forums and blogs centered around the product may or may not be reliable.
c. The information provided in the first link on Google search result page is the most reliable source of information related to the product.
d. The information available on a website which offers to sell the product online may or may not be reliable
Q: Google displays up to _____ characters of the title tag of a webpage. Answer
a. 56
b. 66
c. 70
d. 80
Q: Identify the MISSPELLED word/s in the following sentence. Answer
The speaker's main argument was that the ability to think wholistically was necessary to find a viable solution to the problem of illegal immigration.

a. argument
b. wholistically
c. immigration
d. All the above three words have been misspelled.
e. No word in the sentence has been misspelled.
Q: This question is based upon the figure shown below Answer
In the image given above, you are given three incomplete sentences in Column I and three missing words in Column II. Identify the sentence/s which has/have been correctly matched with the missing word/s in Column II.

a. 1-i
b. 2-ii
c. 3-iii
d. All of the above
Q: Fill in the blanks with the correct pair of words. Answer
Carl managed to ____________ the situation with his wit and tact even as everyone waited with ____________ breath to know the final outcome of the meeting between the rivals.

a. diffuse...baited
b. defuse...bated
c. diffuse...bated
d. defuse...baited
Q: A word which means the same as "Clever" is spelled as: Answer
a. Ingenius
b. Ingeneous
c. Ingenious
d. Ingineous